রবিবার , ২৪ মার্চ ২০২৪ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
বাংলা English
  1. Cricket
  2. Crime
  3. Economy
  4. Entertainment
  5. International
  6. Islam
  7. IT World
  8. Life Style
  9. National
  10. New
  11. Play-dough
  12. Politics
  13. বাংলাদেশ

রূপগঞ্জে গাউছিয়া মার্কেটের কাঁচাবাজারের ভয়াবহ অগ্নিকাণ্ড

নারায়ণগঞ্জের রূপগঞ্জে গাউছিয়া মার্কেটের কাঁচাবাজারের অংশে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৮ ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। এই ঘটনায় প্রায় শতাধিক দোকান পুড়ে গেছে। তবে এতে কেউ হতাহত হননি।

রবিবার (২৪ মার্চ) ভোর পৌনে ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এখন ডাম্পিংয়ের কাজ চলছে।

ফায়ার সার্ভিস জানিয়েছে, গাউছিয়া মার্কেটের কাঁচাবাজার অংশে রাত সাড়ে ৩টার দিকে আগুন লাগে। খবর পেয়ে রাত পৌনে ৪টার দিকে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট এসে কাজ শুরু করে। ভোর পৌনে ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের উপপরিচালক ও ইনসিডেন্ট কমান্ডার মো. ছালেহ উদ্দিন বলেন, “রাত ৩টা ৩৫ মিনিটে গাউছিয়া কাঁচাবাজারে আগুন লাগার খবর পেয়ে রূপগঞ্জের কাঞ্চন ও আড়াইহাজার ফায়ার স্টেশনের ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এ সময় আগুনের ভয়াবহতা বাড়তে শুরু করে। পরে আদমজি ইপিজেড ও ডেমরা ফায়ার স্টেশনের মোট আটটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। এখন ডাম্পিংয়ের কাজ চলছে ও আগুন নিয়ন্ত্রণে আছে। আগুন আর স্প্রেড (ছড়ানোর) সম্ভাবনা নেই। এই ঘটনায় কেউ হতাহত হয়নি। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে বলা সম্ভব হবে।”
কাঁচাবাজারের আগুন দ্রুত ছড়িয়ে যাওয়ার কারণ উল্লেখ করে তিনি বলেন, “এই মার্কেট টিনশেড এবং প্রত্যেকটা দোকানের শাটার লাগানো ছিল। অধিকাংশ দোকানের শাটার ও তালা কেটে দোকানে প্রবেশ করেছে ফায়ার সার্ভিস টিম ও অত্যন্ত ঝুঁকি নিয়ে অগ্নিনির্বাপণ করেছে। এটা কাঁচা মার্কেট নাম হলেও বিভিন্ন রকমের দোকান ছিল। এমনকি লুব্রিকেন্ট ও পেট্রোল, হার্ডওয়্যার, টায়ার-টিউব, খাবার হোটেলসহ নানা রকমের দোকান ছিল এই মার্কেটে। এ কারণে আগুন খুব দ্রুত ছড়িয়ে পড়ে।”

Latest - National