নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের দুধঘাটা এলাকায় নির্বাচনী সহিংসতায় হৃদয় ভূঁইয়া (২৩) নামের একজনের মৃত্যু হয়েছে। এসময় পুলিশ সদস্যসহ আরও ২০ জন আহত হন।
শনিবার (৯ মার্চ) বিকেলে দুধঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের বাইরে নির্বাচনী ফলাফল প্রকাশকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে।
নিহত হৃদয় ভূঁইয়া দুধঘাটা গ্রামের আমির আলী ভূঁইয়ার ছেলে। তিনি কায়সার আহম্মেদ রাজু নামের এক প্রার্থীর সমর্থক ছিলেন।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, পিরোজপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে উপ-নির্বাচনে ইউপি সদস্য পদে দুধঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোরগ প্রতীকে আব্দুল আজিজ সরকার ও তালা প্রতীকে কায়সার আহম্মেদ রাজু প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে ৯২৯ ভোট পান আজিজ সরকার। আর তালা প্রতীকে কায়সার আহম্মেদ পান রাজু ৮১১ ভোট।
Email:- thedailyworldnewsoffice@gmail.com
Design & Development By Ctg It Soft