নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে লেকের পানিতে পড়ে গেছে পোশাকশ্রমিকদের বহনকারী একটি বাস। এতে বাসের চালক ও তার সহকারী আহত হয়েছেন।
শনিবার (৯ মার্চ) রাত সাড়ে ১০টায় আদমজী ফায়ার সার্ভিস অফিসের সামনে সিদ্ধিরগঞ্জ লেকে এ দুর্ঘটনা ঘটে।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেছেন।
আহত অবস্থায় ওই বাসের চালক-সহকারীকে উদ্ধার করা হয়েছে। আহতরা হলেন জাহাঙ্গীর (৫০) ও আমানুল্লাহ (৪৩)।
আদমজী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুল হাই বলেন, নিট কনসার্ন গার্মেন্টসের একটি বাস শ্রমিকদের নামিয়ে চিটাগাংরোড থেকে আদমজীর দিকে যাচ্ছিল। পথে নিয়ন্ত্রণ হারিয়ে লেকে পড়ে যায়। খবর পাওয়া মাত্রই আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। কিছুক্ষণের মধ্যেই চালক ও তার সহকারীকে উদ্ধার করে আলিফ জেনারেল হাসপাতালে ভর্তি পাঠানো হয়। তাদের সেখানে ভর্তি করা হয়েছে।
তিনি আরও বলেন, বাসটি এখনো উদ্ধার করা সম্ভব হয়নি, চেষ্টা চলছে।
Email:- thedailyworldnewsoffice@gmail.com
Design & Development By Ctg It Soft