রূপগঞ্জে মুক্তিপণের দাবিতে জয়ন্ত চন্দ্র দাস (১০) নামে এক স্কুলছাত্রকে অপহরণ করে হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (৫ মার্চ) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক উম্মে সরাবন তহুরা এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় একজন আদালতে উপস্থিত ছিলেন। বাকিরা সবাই পলাতক।
ভিকটিম শিশু জয়ন্ত চন্দ্র দাস রূপগঞ্জের বানিয়াদি এলাকার চৈতন্য চন্দ্র দাসের ছেলে। সে স্থানীয় শিশু মেলা কিন্ডারগার্টেন স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্র ছিল।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন, রূপগঞ্জের মঙ্গলকালী এলাকার সিরাজুল ইসলামের ছেলে শাহীন (৩৫), বলাইনগর এলাকার জাহাঙ্গীরের ছেলে আলমগীর (২৭), বনিয়াদি এলাকার রাজকুমারের ছেলে অনিক চন্দ্র দাস (২৭) ও একই এলাকার শন্তোষ চন্দ্র দাসের ছেলে আশিক চন্দ্র দাস (৩০)। এদের মধ্যে অনিক চন্দ্র দাস রায় ঘোষণার সময় উপস্থিত ছিলেন।
কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান জাগো নিউজকে বলেন, ২০১৮ সালের ৬ জুন মুক্তিপণের দাবিতে ওই স্কুলছাত্রকে হত্যার ঘটনায় চারজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। ভিকটিমের পরিবার আদালতের রায়ে সন্তোষ প্রকাশ করেছেন।
রায়ের ঘোষণা শুনে আদালতে কাঁদতে কাঁদতে জয়ন্ত চন্দ্র দাসের মা জয়ন্তী রাণী বলেন, আমি আমার ছেলে হত্যার বিচার চাই। আদালত ফাঁসির রায় দিয়েছেন, আমি এই রায় দ্রুত কার্যকর চাই।
Publisher & Editor : A. K. M. Samiul Haque
Email:- thedailyworldnewsoffice@gmail.com
Design & Development By Ctg It Soft