বুধবার , ২০ মার্চ ২০২৪ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
বাংলা English
  1. Cricket
  2. Crime
  3. Economy
  4. Entertainment
  5. International
  6. Islam
  7. IT World
  8. Life Style
  9. National
  10. New
  11. Play-dough
  12. Politics
  13. বাংলাদেশ

হাসপাতালে র‍্যাবের অভিযানে দালালচক্র

প্রতিবেদক
ঢাকা ডেইলি ডেস্ক
মার্চ ২০, ২০২৪ ২:০৬ অপরাহ্ণ   প্রিন্ট সংস্করণ

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে অভিযান চালিয়ে ৩৮ দালালকে আটক করেছে র‍্যাব-৭ এর ভ্রাম্যমাণ আদালত। অভিযানে হাসপাতালের বিভিন্ন স্তরে একাধিক দালালচক্রের তথ্য পেয়েছে র‍্যাব। বুধবার (২০ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত টানা এই অভিযান পরিচালিত হয়।

অভিযানে আটক ২৪ জনকে এক মাসের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১৫ দিনের সশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়া বাকি ১৪ জনকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

র‍্যাব-৭ চট্টগ্রামের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব আলম বলেন, ‘সাদা পোশাকে র‍্যাবের টিম হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে অভিযান চালায়। এসময় সন্দেহভাজন ৩৯ জনকে আটক করা হয়। এদের মধ্যে যাচাই-বাছাই শেষ একজনকে ছেড়ে দেওয়া হয়। বাকিদের অভিযোগ প্রমাণিত হওয়ায় দণ্ডিত করা হয়।

শয্যা ও ওয়ার্ড সিন্ডিকেট

প্রত্যন্ত অঞ্চল থেকে চিকিৎসার জন্য হাসপাতালে আসা সাধারণ রোগীরা ভর্তি হওয়ার পর তারা পদে পদে বাধাগ্রস্ত হন। প্রথমেই জরুরি মুহূর্তে রোগীকে রোগী বহনের ট্রলি থেকে শুরু করে শয্যা ও ওয়ার্ড পাইয়ে দেওয়ার কথা বলে দালালরা একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ হাতিয়ে নেন।

দুরারোগ্য রোগের ভীতি সঞ্চার

দালালরা হাসপাতালে চিকিৎসার জন্য রোগী আসার পরপরই রোগীর মধ্যে একটা ভীতি সঞ্চারের চেষ্টা করেন। ভুক্তভোগী রোগীকে তার প্রকৃত রোগের কথা বাড়িয়ে তাকে মরণব্যাধি ক্যানসার বা টিউমার বা অন্য কোনো বড় ধরনের রোগের কথা বলে বেসরকারি কোনো ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যান এবং সেখানে ভর্তি করান। ফলে রোগীরা সরকারি হাসপাতালের বিনামূল্যের চিকিৎসা ও স্বল্পমূল্যে পরীক্ষা-নিরীক্ষা থেকে বঞ্চিত হন। এতে অধিক অর্থ ব্যয় করে স্বজনরা যেমন সর্বস্বান্ত হয়ে বাড়ি ফেরেন, তেমনি দালালদের প্রলোভনে পরে মানহীন হাসপাতালে সু-চিকিৎসার অভাবে অনেক সময় রোগীর মৃত্যুও হয়।

অ্যাম্বুলেন্স সিন্ডিকেট

হাসপাতালে সরকারি অ্যাম্বুলেন্স থাকলেও তার অপ্রতুলতার গুজব ছড়িয়ে সিন্ডিকেটকারীরা দ্রুত অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে দেবেন কথা দিয়ে ব্যক্তিমালিকানাধীন অ্যাম্বুলেন্স বেশি টাকায় ভাড়া দেন। এমনকি চিকিৎসাধীন কোনো রোগী এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য স্থানান্তর করার প্রাক্কালে এবং কোনো রোগী মৃত্যুবরণ করলেও হাসপাতাল থেকে তার লাশ বহনেও সিন্ডিকেট করে অতিরিক্ত অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে এই দালালচক্রের বিরুদ্ধে।

Latest - National