বুধবার , ২০ মার্চ ২০২৪ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
বাংলা English
  1. Cricket
  2. Crime
  3. Economy
  4. Entertainment
  5. International
  6. Islam
  7. IT World
  8. Life Style
  9. National
  10. New
  11. Play-dough
  12. Politics
  13. বাংলাদেশ

জবি ছাত্রীকে যৌন হয়রানি, অভিযোগ গেল রাষ্ট্রপতির কাছে

প্রতিবেদক
ঢাকা ডেইলি ডেস্ক
মার্চ ২০, ২০২৪ ২:৩০ অপরাহ্ণ   প্রিন্ট সংস্করণ

বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতির কাছে ওই শিক্ষার্থী নিজ বিভাগের শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তোলায় হত্যাসহ বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের হুমকির প্রতিকার চেয়ে আবেদন করেন।

মঙ্গলবার (১৯ মার্চ) অভিযোগকারী শিক্ষার্থী বঙ্গভবনে আবেদনটি জমা দিয়ে আসেন। আবেদনে রাষ্ট্রপতির কাছে তিনি যৌন হয়রানি ও বুলিংয়ের বিচার চেয়েছেন।
রাষ্ট্রপতির কাছে ওই শিক্ষার্থী লিখেছেন, ‘২০২১ সালের ডিসেম্বর মাসে উপাচার্য বরাবর আমার সঙ্গে ঘটে যাওয়া বুলিং ও যৌন নির্যাতনের বিচার চেয়ে একটি আবেদন দায়ের করি। বর্তমান ভাইস চ্যান্সেলর তখন যৌন
হয়রানি প্রতিরোধ সেলের দায়িত্বে ছিলেন। এটার বিচার আমি এখনো পাইনি, উল্টো আমাকে যৌন নিপীড়নকারী শিক্ষক ও তার সমর্থনে বিভাগের চেয়ারম্যান অনার্স পরীক্ষায় একাধিক বিষয়ে ফেল করিয়েছেন।
অভিযুক্ত শিক্ষকরা আমাকে ভীষণরকম বহিষ্কারের ভয়ভীতি, পরীক্ষায় ফেল করানো, অন্যান্য শিক্ষার্থীদের থেকে আমাকে বিচ্ছিন্ন করে মানসিকভাবে নির্যাতন করে মৃত্যুর হুমকি দিয়ে যাচ্ছেন। আমাকে আত্মহত্যার
পথে ঠেলে দিচ্ছেন। ফলে আমি সংবাদ মাধ্যমে বিষয়টি প্রকাশ করি।’
এর আগে ডিবি কার্যালয়ে শিক্ষক আবু সাহেদ ইমনের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ আনেন শিক্ষার্থী মিম। তাকে বিভিন্নভাবে হত্যার হুমকি দেয়া হচ্ছে বলে তিনি অভিযোগ করেন। এ সময় নিজের জীবনের
নিরাপত্তাও চান তিনি।

Latest - National