রাজধানীর হাতিরপুল কাঁচাবাজার এলাকায় রাজ কমপ্লেক্স নামে ৬ তলা ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটের পাশাপাশি যোগ দিয়েছে নৌবাহিনীর ২টি ইউনিট।
বৃহস্পতিবার (১৪ মার্চ) সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে নৌবাহিনীর ফায়ারম্যান শামীম বলেন, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাশাপাশি নৌবাহিনীর ২টি টিম যোগ দিয়েছে। ভেতরের কী অবস্থা, এখনো বলা যাচ্ছে না। আগুন দেখা না গেলেও ধোঁয়া বের হচ্ছে।
এর আগে সন্ধ্যা ৬টা ৪ মিনিটের দিকে ভবনটিতে আগুন লাগে। সরেজমিনে দেখা যায়, ভবনের সামনে উৎসুক জনতা ভিড় করেছে। ফায়ার সার্ভিসের পাশাপাশি আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশ ও র্যাব মোতায়েন রয়েছে।
Publisher & Editor : A. K. M. Samiul Haque
Email:- thedailyworldnewsoffice@gmail.com
Design & Development By Ctg It Soft