রাজধানীর যাত্রাবাড়ীতে বাসের ধাক্কায় মতিউর রহমান (৫২) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। শুক্রবার (৮ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে ঘটে এ দুর্ঘটনা।
নিহতের মেয়ে রাবেয়া বসরি বলেন, আমার বাবা ব্যবসা করতেন। আজ সকালের দিকে রোজার বাজার করার জন্য যাচ্ছিলেন। রাস্তা পারাপারের সময় একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই মৃত্যু হয়।
যাত্রাবাড়ীর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ইকবাল হুসাইন খান বলেন, যাত্রাবাড়ীর গোল চত্বরে ইউটার্ন সংলগ্ন এলাকায় দ্রুতগামী একটি বাসের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই ব্যবসায়ীর। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
তিনি জানান, তাদের গ্রামের বাড়ি যশোর জেলার কোতোয়ালি থানা এলাকা। বর্তমানে ওয়ারী জয়কালী মন্দির এলাকায় থাকেন।
Email:- thedailyworldnewsoffice@gmail.com
Design & Development By Ctg It Soft