রাজধানী ঢাকা থেকে লালমনিরহাটের বুড়িমারী রুটে নতুন একটি ট্রেন চালু করতে যাচ্ছে বাংলাদেশ রেলওয়ে। আগামীকাল মঙ্গলবার (১২ মার্চ) থেকে ‘বুড়িমারী এক্সপ্রেস’ নামের ট্রেনটির চলাচল শুরু হবে।
গত ৯ মার্চ বাংলাদেশ রেলওয়ের ট্রাফিক ট্রান্সপোর্টেশন শাখার উপ-পরিচালক (টিটি) মো. শওকত জামিল মোহসীর সই করা এক নির্দেশপত্রে ট্রেনটি উদ্বোধনের বিষয়ে জানানো হয়। একই দিনে রেল ভবনে বাংলাদেশ রেলওয়ের পরিচালন ও উন্নয়নবিষয়ক এক কর্মশালায় রেলওয়ের মহাপরিচালক কামরুল আহসান নতুন এই ট্রেন চালুর বিষয়ে সাংবাদিকদের জানান।
যেসব স্টেশনে যাত্রাবিরতি করবে
বুড়িমারি এক্সপ্রেস ৮০৯ নম্বর ট্রেনটি ঢাকা বিমানবন্দর, ঈশ্বরদী বাইপাস, নাটোর, সান্তাহার, বগুড়া,
বোনারপাড়া, গাইবান্ধা, কাউনিয়া, লালমনিরহাট, তুষভান্ডার, হাতিবান্ধা, বড়খাতা ও পাটগ্রাম স্টেশনে
যাত্রাবিরতি করবে। অন্যদিকে ৮১০ নম্বর ট্রেনটি পাটগ্রাম, বড়খাতা, হাতিবান্ধা, তুষভান্ডার, লালমনিরহাট,
কাউনিয়া, গাইবান্ধা, বোনারপাড়া, বগুড়া, সান্তাহার, নাটোর ও ঢাকা বিমানবন্দর স্টেশনে যাত্রাবিরতি করবে।
Publisher & Editor : A. K. M. Samiul Haque
Email:- thedailyworldnewsoffice@gmail.com
Design & Development By Ctg It Soft