শনিবার , ৯ মার্চ ২০২৪ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
বাংলা English
  1. Cricket
  2. Crime
  3. Economy
  4. Entertainment
  5. International
  6. Islam
  7. IT World
  8. Life Style
  9. National
  10. New
  11. Play-dough
  12. Politics
  13. বাংলাদেশ

ইমরানের সুর-সংগীতে গাইলেন হাবিব

প্রতিবেদক
ঢাকা ডেইলি ডেস্ক
মার্চ ৯, ২০২৪ ৩:৩৩ অপরাহ্ণ   প্রিন্ট সংস্করণ

রঙ্গন মিউজিক থেকে জনপ্রিয় শিল্পী ফাহমিদা নবী, ইমরান, কনা, প্রতিক হাসান, মাহতিম সাকিব ও ঝিলিকসহ অনেকেরই গান প্রকাশিত হয়েছে।

এবার এ প্রযোজনা প্রতিষ্ঠানে যুক্ত হলেন জনপ্রিয় শিল্পী হাবিব ওয়াহিদ, সঙ্গে আছেন আরেক জনপ্রিয় শিল্পী ইমরান।

আসছে ভালোবাসা দিবসে প্রকাশ হবে তাদের ‘বোকামন’ শিরোনামের একটি গানের মিউজিক ভিডিও। এটি লিখেছেন রজত ঘোষ। সুর ও সংগীত পরিচালনা করেছেন ইমরান নিজেই। এবারই প্রথম শিষ্য ইমরান মাহমুদুলের সুর ও সংগীতে গাইলেন গুরু হাবিব ওয়াহিদ। এটির মিউজিক ভিডিও পরিচালনা করেছেন সৈকত রেজা।

গানটি প্রসঙ্গে ইমরান বলেন, ‘হাবিব ভাই আমার কম্পোজিশনে গাইবেন, এটা তো আমার কাছে স্বপ্নের মতোই। আজ আমি যত বড় হই না কেনো, ওনার কাছে তো ছোট্ট শিশু। ফলে সেই অনুভূতি বা সম্মান নিয়েই কাজটি করার চেষ্টা করছি। অডিও আর ভিডিও মিলিয়ে আশা করছি শ্রোতারা ভালো কিছু পাবেন।’

Latest - National